ফেনী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর এলাকায় বৃহস্পতিবার (৭ এপ্রিল) অভিযান পরিচালনা করে চোরাইকৃত ভারতীয় ৩ হাজার পিস শাড়ি, ১ হাজার ২শত ২০ পিস থ্রি-পিস,১শত ১০ পিস লেহেঙ্গা এবং ০৬ রুল থান কাপড় উদ্ধার সহ মোঃ রবিউল আলম (৩৫) চোরাকারবারী কে আটক করে র্যাব-৭। এবং চোরাকৃত শাড়িকাপড় পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যান জব্দ।
ফেনী র্যাব ভারপ্রাপ্ত ফেনীস্থ র্যাব-৭ এর কোম্পানী অধিনায়ক স্কোয়াড লিডার আবদুল্লাহ আল জাবের ইমরান জানান, র্যাব গােপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে,কতিপয় ব্যক্তি সীমান্তবর্তী দেশ ভারত থেকে অবৈধভাবে বিভিন্ন চোরাইকৃত ভারতীয় শাড়ি কাপড় একটি কাভার্ডভ্যান করে বিক্রয়ের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা থেকে চট্টগ্রামের দিকে নিয়ে যাচ্ছে।উক্ত সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অভিযানিক দল ফেনী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর এলাকায় মিলনের গ্যারেজের সামনে রাস্তার উপর অস্থায়ী চেকপোষ্ট পরিচালনা করে চোরাই কাজে ব্যবহৃত কাভার্ডভ্যান সহ ০১ চোরাকারবারী কে আটক করে।এসময় তার দেখানো ও সনাক্তমতে কাভার্ডভ্যান থেকে ভারতীয় ৩ হাজার পিস শাড়ি,১ হাজার ২শত ২০ পিস থ্রি-পিস,১শত ১০ পিস লেহেঙ্গা এবং ০৬ রুল থান কাপড় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চোরাইকৃত ভারতীয় শাড়ি কাপড়ের আনুমানিক মূল্য ০১ কোটি ০১ লক্ষ ৭০ হাজার টাকা ।
আটককৃত আসামি মোঃ রবিউল আলম (৩৫) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বিজয়করা গ্রামের পিতা আব্দুল জলিলের ছেলে।
গ্রেপ্তারকৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়।