ফেনীতে এক সচেতন ভোক্তার অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা কালে অতিরিক্ত মূল্যে ওষুধ বিক্রিরর দায়ে আল-কেমী হাসপাতালের ফার্মেসীকে ভোক্তা অধিকারের জরিমানা করা হয়।
শনিবার (৯ এপ্রিল ) শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে অবস্থিত ফেনী আল-কেমী হাসপাতালের ফার্মেসীতে ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে ওষুধ বিক্রির অভিযোগ করে একজন সচেতন ব্যাক্তি তাঁর প্রক্ষিতে অভিযান পরিচালনা কালে অভিযোগের সত্যতা পাওয়া যায়।যা ওষুধের গায়ে সর্বোচ্চ খুচরা বিক্রিয় মূল্য ৩৪.৫০ টাকা কিন্তু রাখা হয়েছে ৩৫০ টাকা যা ভোক্তাদের সাথে প্রতারণার শামিলের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করেন ফেনী জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল চাকমা।
এই অভিযানে সহযোগিতা করেন ফেনী ওষুধ তত্ত্বাবধায়ক ও ওষুধ প্রসাশন অধিদপ্তর অফিসার প্রিয়াঙ্কা দাশগুপ্ত এবং শহর পুলিশ ফাঁড়ির একটি চৌকস টিম।