নমস্কার চন্দ্র, সূর্য, গ্রহ, তারার মালিক।
আমি নমস্কার করি শুধু তোমারে।
তোমার সম, নমস্কারের যোগ্য!
নেই কেউ ভুবনে। তাই তো আমি-
গৌরব, শক্তি, ক্ষমতা, বল সব শূন্য করে,
সিজদায় লুটিয়ে পরি তোমার স্মরণে।
যত নত হই তোমার তরে শান্তিতে যায় হৃদয় ভরে।
সিজদায় বুজি সব সুখ তুমি দিয়েছো ঢেলে!
নমস্কার শত নমস্কার প্রভু তোমারে।
দান করেছো তুমি সুন্দর এ ভুবন আমারে।
শির নত করে আমি নমস্কার করি সুধু তোমারে।
এই সুন্দর প্রকৃতি খোদা সৃষ্টি তোমার হুকুমে।
ডাক যদি দাও প্রভু এই পাপীকে
সিজদা থেকেই যেতে চাই ভুবন ছেরে।
শির নত করে আমি চির নমস্কার করি তোমারে।
সিজদায় মৃত্যু দিও প্রভু আমারে।
লেখক – প্রাণেশ মুহাম্মদ সাব্বির