লক্ষ্মীপুরে বিএনপি, যুবদল ও ছাত্রদল কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও কুটক্তির প্রতিবাদে বিক্ষোভ এবং প্রতিবাদ সভা করেছে লাহারকান্দি ইউনিয়ন যুবলীগ।
বৃহস্পতিবার (১৬ জুন) বিকালে লাহারকান্দি ইউনিয়নের ইউনিয়ন যুবলীগের উদ্যেগে স্থানীয় ফাতেহা প্রি-ক্যাডেট স্কুলে মাঠে এ প্রতিবাদ সভার আয়োজন করে যুবলীগের নেতাকর্মীরা।
লাহারকান্দি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তফসির আহমেদের সভাপত্বিতে ও যুগ্ম-আহ্বায়ক মাহমুদুল হাসান আব্বাসের সঞ্চালনায় এসময় প্রতিবাদ সভায় উপস্থিত থেকে বক্তব্যে রাখেন লক্ষ্মীপুর সদর পূর্ব যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক ও সদর উপজেলা আওয়ামীলীগের সদস্য মিজান পাটোয়ারী,ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি রাসেল খাঁন, ইউনিয়ন যুবলীগের যু্গ্ম-আহ্বায়ক নুর উদ্দিন,সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারন সম্পাদক আমিনুল ইসলাম রুবেল।
এসময় আরো উপস্থিত ছিলেন ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নজীর আহমেদ,সাধারন সম্পাদক আলমগীর হোসেন রকি,ইউনিয়ন যুবলীগের সদস্য সাইফুল ইসলাম শরীফ,ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক আবুল কালাম আজাদ,যুগ্ম-আহ্বায়ক সোহেল রানা দুখু সহ প্রমূখ।
এসময় বক্তরা প্রতিবাদ সভার বক্তব্যে বিএনপি, যুবদল,ছাত্রদল কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও কূটক্তি প্রতিবাদে কঠোর হুশিয়ারি প্রদান করে।
এছাড়াও বিএনপি নেতা এ্যানী চৌধুরির উস্কানি মূলক বক্তব্যের প্রতিবাদে বলেন,দেশের স্বাভাবিক অবস্থাকে অস্বাভাবিক করতে তারা উঠে পড়ে লেগেছে। তাই বিএনপি নেতারা সব সময় উস্কানি মূলক বক্তব্য দিয়ে সাধারন মানুষদের কাছে আওয়ামীলীগের ভাবমূর্তি নষ্ট করছে।