বিডি২৪ক্রাইম.কমের প্রকাশক ও সম্পাদক বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন (বসকো’র) সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ জাহাঙ্গীর আলম তপু সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিএসএমএফ এর কেন্দ্রীয় কমিটির বিরোধ নিয়ে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার নক্ষত্র সাংবাদিক সাইদুর রহমান রিমনের পক্ষে সংবাদ প্রকাশ করায় কতিপয় অনলাইন পত্রিকায় মিথ্যো অপবাদ চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য – সদ্য ঘটে যাওয়া বিএসএমএফ এর মিটিংয়ে দেশের একজন সত্যবাদী সাহসিক কলম সৈনিককে মিথ্যা অপবাদ থেকে বাঁচাতে বিডি২৪ ক্রাইম.কম একটি প্রতিবেদন প্রকাশ করেছেন। এই প্রতিবেদনের জের ধরে আলোকিত ৭১ সংবাদ অনলাইন, ত্রিশালের রংধনু, দূর্জয় বাংলা ও দেশ কালান্তর অনলাইন নিউজ প্রোর্টালে নারী, মাদক সেবনকারী বানিয়ে সংবাদ প্রকাশ করেছেন। যা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বানোয়াট। আমার বিরোদ্ধে প্রকাশিত মিথ্যা নিউজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
মোঃ জাহাঙ্গীর আলম তপু
সম্পাদক ও প্রকাশক- বিডি ২৪ ক্রাইম.কম
স্টাফ রিপোর্টার- জাতীয় দৈনিক স্বাধীন সংবাদ