নওগাঁর পত্নীতলা উপজেলায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার ২ শতাংশ জমিসহ ঘর পেলেন ভূমিহীন ও গৃহহীন ৮১ টি পরিবার। প্রধানমন্ত্রীর উপহার জমিসহ ঘর পেয়ে খুশি ওই সব ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলো।
মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তা লিটন সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও উপকার ভোগী
ভূমিহীন ও গৃহহীন ৮১ টি পরিবারের হাতে জমি ও গৃহের দলিল তুলে দেন ৪৭ -নওগাঁ-২ আসনের এমপি আলহাজ্ব শহীদুজ্জামান সরকার।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, পত্নীতলা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবদুল গাফ্ফার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক চৌধুরী,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্, ভাইস চেয়ারম্যান আবদুল আহাদ রাহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা প্রমুখ।
উল্লেখ,ইতিমধ্যে এই উপজেলায় প্রথম পর্যায়ে ১১৪টি ২য় পর্যায়ে ১১৭টি মোট ২৩১টি এবং “সিধাতৈল গুচ্ছগ্রাম” প্রকল্পকে ৫০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পূনর্বাসন করা হয়েছে। ৩য় পর্যায়ে আরও ৮১ টি গৃহহীন পরিবার পেল স্থায়ী ঠিকানা।