মহান স্বাধীনতা ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আত্রাই উপজেলা প্রসাশনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার (২২মার্চ) নওগাঁ থেকে আগত বীর মুক্তিযোদ্ধা সদস্যদের এই সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ ইকতেখারুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হারুন অল রশীদ সাবেক নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার, গোলাম ছামদানী নওগাঁ সদর সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার, ইসমাইল হোসেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রাণীনগর উপজেলা, আবুল কালাম আজাদ ভারপ্রাপ্ত কর্মকর্তা আত্রাই থানা, মমতাজ বেগম উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, বাবু শ্রী নিপেন্দ্র নাথ দত্ত উপজেলা আওয়ামীলীগের সভাপতি।
এছাড়া আরও উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য বৃন্দ, রাণীনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য বৃন্দ , নওগাঁ জেলা ইউনিটের মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সংগঠনের রাজনৈতিক ব্যক্তিবর্গ।