নেত্রকোনা সদর উপজেলায় চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে ৫ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আবেদ আলী নামে ৫৫ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
শুক্রবার (১৫ এপ্রিল) রাতে সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের চল্লিশাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের চল্লিশাকান্দা গ্রামের ক্ষুব্ধ জনতার হাত থেকে উদ্ধার করে আবেদ আলী (৫৫) কে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘটনার শিকার শিশুটির বাবা ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল (১৫ এপ্রিল) শুক্রবার সন্ধ্যায় ইফতারের জন্য বাবা-মা শিশুটিকে বাড়ির অদূরে টিউবওয়েলে পানি আনতে পাঠায়। এ সময় একই এলাকার আবেদ আলী (৫৫) চকলেট দেয়ার লোভ দেখিয়ে শিশুটিকে পরিত্যক্ত একটি বিল্ডিংয়ের ভেতর নিয়ে যায়। পরে তাকে ধর্ষণের চেষ্টা চালালে শিশুটি ব্যথা পেয়ে চিৎকার করলে আবেদ আলী শিশুকে ছেড়ে দেয়। শিশুটি বাড়ি এসে বিষয়টি তার মা-বাবাকে খুলে বলে এবং অসুস্থ বোধ করলে তারা তাদের সন্তানকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে।
গ্রামবাসীর কাছে বিষয়টি জানাজানি হয়ে গেলে, ক্ষুব্ধ গ্রামবাসী আবেদ আলীকে বাড়ি থেকে ধরে নিয়ে মারপিট শুরু করে। ক্ষুব্ধ গ্রামবাসীর হাত থেকে অভিযুক্ত আবেদ আলীকে বাঁচাতে এলাকার প্রভাবশালী কয়েকজন উত্তেজিত এলাকাবাসীর হাত থেকে আবেদ আলীকে সরিয়ে একটি দোকানে রেখে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে এবং হাসপাতালে শিশুটিকে দেখতে যায়।
নেত্রকোনা মডেল থানার ওসি (তদন্ত) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় শিশুর অভিভাবক মামলা করলে সে অনুযায়ী তাকে কোর্টে সোপর্দ করা হবে।