নীলফামারীর সদর উপজেলার রামগঞ্জ হাটে অটো থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হওয়া শমসের আলী (৬০) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা ধীন অবস্হায় মারা গেছেন।
নিহত শমসের আলী জেলার ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের ফুটানির হাট এলাকার মৃত নজির আলীর ছেলে।
এবিষয়ে শমসের আলীর জামাতা হেফাজুল কবিরের সাথে কথা হলে তিনি বলেন আমার শ্বশুর নীলফামারী কোটে তার জমি সংক্রান্ত একটি মামলার জন্য নীলফামারী যাচিছলো কিন্তু পথিমধ্যে তিনি রামগঞ্জ ভোকেশনাল স্কুল এন্ড কলেজের সামনে অটো থেকে ছিটকে পড়েন ও গুরুতর আহত হন। পরে কয়েকজন স্কুলছাত্র আমার শ্বশুরকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওনাকে রংপুরে রেফার করেন এবং ওনাকে রংপুর নেয়ার পথে ওনি মারা যান।
এদিকে নীলফামারী সদর থানার ওসি আব্দুর রউফ জানান যে এধরনের কোন সংবাদ আমরা এখনো পযর্ন্ত পাইনি আর রংপুরে মারা গেলে অবশ্যই আমাদের কাছে সংবাদ আসবে আর তখন আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো