নীলফামারীর জলঢাকা উপজেলায় রাস্তা পাড়াপাড়ের সময় মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে মারুফ (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে আজ রবিবার সকালে উপজেলার খুটামারা ইউনিয়নের জলঢাকা নীলফামারী সড়কের চেয়ারম্যানের ভাটাপাড়া নামক স্থানে। নিহত মারুফ কাঠালী ইউনিয়নের ৭ নং ওয়াডের দুলাল রহমানের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাস্তা পারাপারের সময় জলঢাকা থেকে নীলফামারীগামী একটি মাইক্রোবাস মারুফকে ধাক্কা দিলে ঘটনাস্থলে পিষ্ট হয়ে তার মৃত্যু ঘটে। এসময় তার মাথার মগজ বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে যায়।
জলঢাকা থানা অফিসার ইনচার্জ ফিরোজ কবির দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘাতক মাইক্রোবাসটিকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।