নীলফামারীর জলঢাকায় নববধূর হাতের মেহেদীর রং না উঠতেই তারিকুল ইসলাম (২০) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে পৌর এলাকার কদমতলি গ্রামের মজিবর রহমানের বাড়িতে।
জানা যায়, গত এক মাস আগে প্রেম করে পরে কাজিরহাট এলাকার আইয়ুব আলীর ছেলে তারিকুল ইসলামের সাথে মজিবর রহমানের মেয়ে সীমা আক্তারের বিয়ে হয়।
সোমবার রাতে তারিকুল ইসলাম শ্বশুর বাড়ীতে রাত্রিযাপন করে। মঙ্গলবার সকালে ঘরের মধ্যে তীরের সঙ্গে তার গলায় ওরনা পেঁচানো দেখে তার স্ত্রী চিৎকার করলে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
জলঢাকা থানার উপ-পরিদর্শক(এসআই) বিল্লাহ জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ইউডি মামলা হয়েছে। ময়না তদন্তের রিপোর্টের পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।