ময়মনসিংহ নান্দাইলে তরুণ সমাজসেবক মোঃ ওয়াহিদুজ্জাম তানভীর গত ২১ই মার্চ বিকালে ৩০০ হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন প্রতি প্যাকেটে রয়েছে ১ কেজি তেল,কেজি বুট,১
কেজি চিনি, ১ কেজি লবন, ১কেজি ডাউল ১কেজি মুড়ি,১কেজি খেজুর,১ কেজি পেয়াজ,
৯ পিচ টেস্টী সেলাইন।
তানভীরের সাথে কথা বললে তিনি বলেন গরিবের হক গরিবের কাছে পৌঁছাতে পেরেছি এইটাই আলহামদুলিল্লাহ। উল্লেখ্য সে বিগত ৩ বছর যাবত গরিব হতদরিদ্রের সাহায্যে করে আসছেন।