নাটোরের সিংড়ায় প্রেমের সম্পর্ক গড়ে তুলে মিথ্যে বিয়ের প্রলোভন দেখিয়ে ৬ মাসের ভ্রন শিশুকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় উপজেলার লটাবাড়িয়া গ্রামের দুলাল প্রমানিকের ছেলে আহসান হাবিবকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া আজ ওই ভ্রণশিশুর ময়না তদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও পারিবারিক সুত্রে জানা যায়,একই গ্রামের এক যুবতীর সাথে আহসান হাবিবের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে বিয়ের আশ্বাসে অনৈতিক সম্পর্ক গড়ে তুললে মেয়েটি অন্ত:স্বত্বা হয়ে পড়ে। কিন্তু আহসান হাবিব পুনরায় তাকে সন্তান নষ্ট করার শর্তে বিয়ে করার আশ্বাস দেয়। এ অবস্থায় আহসান হাবিবের সহায়তায় ৬মাসের ভ্রন শিশুকে এবরশান করানো হয়। পরে মেয়েটি অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হয়ে পড়লে সিংড়া থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় গতকাল আহসান হাবীবকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে পুলিশ।
সিংড়া থানার এস আই আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত আহসান হাবীবকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।