সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যালয়ের আনুষ্টানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুর ১২ টার দিকে উপজেলা সদরের কলেজ রোডস্থ হাজী তহুর আলী সুপার মার্কেটে এ কার্যলয়ের শুভ উদ্বোধন করেন অনুষ্টানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প.প. কর্মকর্তা ডাক্তার মোনতাসির বিল্লাহ্, ধর্মপাশা সার্কেলের সহকারি পুলিশ সুপার মো. আলী ফরিদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমূল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সালমূন হাসান বিপ্লব, ওসি মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস।
প্রেসক্লাবের আহবায়ক হাফিজুর রহমান চয়নের সভাপতিত্বে ও সাংবাদিক মো. ইমাম হোসেনের সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ. লীগের সাধারন সম্পাদক শামীম আহম্মেদ বিলকিস, দপ্তর সম্পাদক আজাহারুল ইসলাম দিদার পিকে, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, সাংবাদিক ইসহাক মিয়া, আব্দুল মান্নান, কুতুব উদ্দিন তালুকদার, মিটু মিয়া প্রমূখ।