শিরোনাম
ত্রিশালে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা ত্রিশাল পৌরসভার মেয়র পদে আমিন সরকারের বিজয় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামি সোহেল গ্রেফতার ময়মনসিংহে ২ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার জাককানইবি সাংবাদিক সমিতির সভাপতি ফাহাদ, সম্পাদক আসলাম জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি আজ সন্ধ্যা ৭টায় সিইসির ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আফ্রিকার প্রাণী নীলগাই, জেব্রা ও কমনইল্যান্ড পরিবারে যুক্ত হলো পাঁচ নতুন ত্রিশালের সাখুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিফাত ও সম্পাদক রিজন জয়পুরহাটের কালাইয়ে বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

ধর্মপাশায় দুর্যোগ মোকাবিলায় জনগণের পাশে কৃষক বান্ধব ইউএনও মুনতাসির হাসান

এম এ মান্নান, মধ্যনগর (সুনামগঞ্জ) থে‌কে
  • আপডেট বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ১০৪ দেখেছে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কর্তব্য অবহেলা, জনহয়রানি ও ঘুষ-দুর্নীতি সহ অভিযোগের শেষ নেই জনগণের। তবে এর ব্যতিক্রম কর্মোদ্যম, সৎ ও দায়িত্বশীল কর্মকর্তাও রয়েছে। যারা লোভ লালসার উর্ধ্বে উঠে নিজ প্রতিষ্ঠানকে গড়ে তোলেন জনবান্ধব ও কৃষক বান্ধব বিপদগ্রস্ত মানুষের আশ্রয়স্থল। এমনই একজন সরকারি কর্মকর্তা হচ্ছেন সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনতাসির হাসান। তাঁর সততা ও কর্মদক্ষতায় পাল্টে গেছে উপজেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম ও সার্বিক চিত্র। সরকারি-বেসরকারি প্রতিটি দপ্তরের কর্মকান্ডে ফিরে এসেছে গতিশীলতা ও স্বচ্ছতা। কমেছে জনভোগান্তি আর বৃদ্ধি পেয়েছে জনসেবার মান। ধর্মপাশা উপজেলাকে একটি উন্নত আধুনিক জনপদ হিসেবে গড়ে তুলতে নিরালসভাবে কাজ করছেন তিনি।

সম্প্রতি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদীতে পানি পরিপূর্ণ হয়ে ঢলের পানির চাপে উপজেলার কয়েকটি ফসল রক্ষা বাঁধ ফাটল ধরে ধসে পড়ে যায়। এতে তিনি এ উপজেলার একমাত্র বোর ফসল রক্ষার স্বার্থে সরকার কর্তৃক দেওয়া বাসভবন ছেড়ে নির্ঘুমে রাত কাটাচ্ছেন হাওরে। কখনো কৃষকদের কাগজের চাউনি দিয়ে তৈরী অস্থায়ী কুড়ের ঘরে আবার কখনো বা নৌকায়। এভাবেই প্রতিটি ঝুকিপূর্ণ ক্ষতিগ্রস্ত ফসল রক্ষা বাঁধগুলো পূর্ণ মেরামত করার জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষকদের নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কখনো নিজের ব্যক্তিগত অর্থ দিয়ে বাঁশ বস্তা ক্রয় করে ঝুকিপূর্ণ বাঁধ রক্ষায় কৃষকের পাশে দাঁড়িয়েছেন, কখনো ঝুঁকিপূর্ণ বাঁধ মেরামত কাজে কৃষকদের উৎসাহ দেওয়ার জন্য নিজেই কাজে লেগে যেতেও দেখা যাচ্ছে। এতে স্থানীয় জনগণ ও কৃষকদের মাঝে আস্থার জায়গা করে দুর্যোগ মোকাবিলায় প্রশংসা কুড়িয়েছেন তিনি।

দুর্যোগে কৃষকদের ফসল রক্ষার্থে ক্ষতিগ্রস্ত ফসল রক্ষা বাঁধ মেরামতে উপজেলার বিভিন্ন গ্রাম হতে দক্ষ লোকদের নিয়ে ফসল রক্ষার ঝুকিপূর্ণ বাঁধ গুলো, ঝুঁকিমুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। মাঝেমধ্যে নিজের ব্যাক্তিগত অর্থ দিয়ে কর্মরত শ্রমিকদের কাজে মনোযোগী হওয়ার জন্য শুকনো খাবার বিতরণ করছেন। ফসল রক্ষা বাঁধের সমস্যাজনিত কোন তথ্য পেলেই তিনি কারো মুখাপেক্ষী না হয়ে নিজেই দ্রুত ছুটে যান সেই সমস্যা জনিত বাঁধে। সমস্যা সমাধানের জন্য সাথে সাথেই প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন তিনি । উপজেলার ছোটকাটো দু’একটা হাওরের ফসল ডুবির ঘটনা ঘটলেও, তার কর্ম চেষ্টায় উপজেলার সর্ববৃহৎ সবকটি হাওর এখনো রয়েছে শঙ্কা মুক্ত। তার এ চেষ্টা তিনি এখনো চলমান রেখেছেন। তাই জনগণের কাছে তিনি আস্থা ও বিশ্বাসের প্রতীক ও জনবান্ধব উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিচিত। তাঁর কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেছেন উপজেলার সাধারণ মানুষ ও সৎ জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

চামরদানী ইউনিয়নের গুরমার হাওর পাড়ের কৃষক আব্দুল হামিদ জানান, নদীতে মাঝে পানি বাড়ায় আমরার হাওরের বাঁধে ফাটল ধরিয়া বাঁধ ধসিয়া পড়লে ইউএনও স্যার নিজের জীবনের মায়া না কইরা এই ঝড়-তুফানের মাঝে সারা রাইত কান্দায় তাইক্কা শ্রমিক নিয়া যেভাবে কাজ করছেন, আমি এর আগে কোনদিন দেখছিনা কোন ইউএনও স্যার এইভাবে কাজ করতে। আমি উনার মঙ্গল কামনা করি।

গুরাডুরা হাওর পাড়ের কামউরা মো. গ্রামের কৃষক মো. রহিম মিয়া বলেন, একদিন আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, প্রচন্ড ঝড়-তুফান আসছে, আমি ইউএনও স্যার কে মোবাইল ফোনে বল্লাল স্যার আপনি কোথায়, উনি উত্তরে বললেন ফসল রক্ষা বাঁধে, আমি বললাম স্যার ঝড়-তুফান আসছে, আপনি নিরাপদ স্থানে চলে আসুন, আপনার জন্য ঝুঁকি হয়ে যাবে, উনি উত্তরে বল্লেন যদি বাঁধের কোন ক্ষতি হয়, এখানে একটা নৌকা আছে আমি এখানেই আছি, বাঁধের কাজ করতে হবে। যাহাতে কৃষকের ফসলের কোন ক্ষতি না হয়। উনি আমাকে বাঁধে শ্রমিক নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করলেন। আমার দেখা একজন মানবিক মানুষ উনি।

জয়শ্রী ইউনিয়নের শেকেরগাঁও গ্রামের কৃষক সুবল চন্দ্র সরকার বলেন, একজন উপজেলা নির্বাহী অফিসার ফসল রক্ষা বাঁধের কাজে এইভাবে রাতের পর রাত জেগে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে আগে কখনো দেখিনি, সত্যি উনি একজন দেশপ্রেমিক। এইরকম ইউএনও প্রতিটি উপজেলায় দরকার।

মধ্যনগর থানা যুবলীগের সাধারন সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার বলেন, ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার মো. মুনতাসির হাসান মহোদয় চলমান দুর্যোগ মোকাবিলা ফসল রক্ষা বাঁধের কাজে যেভাবে দিনে রাতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন উনি তা নিঃসন্দেহে প্রশংসনীয়।

ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুনতাসির হাসান বলেন, প্রজাতন্ত্রের জন্যই জনপ্রশাসন আর জনগণের সেবা করাই জনপ্রশাসনের প্রধান কাজ। এটাও আমার কাজেরই একটা অংশ। হাওরের ফসল রক্ষায় আমরা গত ১০ দিন ধরে সব ক’টি বাঁধে দিন- রাত কাজ করে যাচ্ছি। হাওরের সোনার ফসল কৃষকের ঘরে না উঠা পর্যন্ত আমাদের এ চেষ্টা অব্যাহত থাকবে। এবং স্থানীয় জনগণের সার্বিক সহযোগিতা ও আল্লাহর রহমতে এলাকার জনগণের ফসল রক্ষা পায় তবেই আমার এই কষ্টের স্বার্থকতা।

সংবাদটি শেয়ার করুন

এই সংক্রান্ত আরও খবর

ফেইসবুক পেজ

error: Content is protected !!