তেল, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ প্রতীকী অনশন করছে সুনামগঞ্জ জেলা বিএনপি।
বুধবার (৩০ মার্চ) সুনামগঞ্জ জেলা বিএনপির আয়োজনে সকাল ১০ টা শুরু হওয়া এই অনশন চলবে বিকেল ৩ টা পর্যন্ত।
সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড.নুরুল ইসলাম নুরুলের পরিচালনায় প্রতীকী অনশনে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি নাদের আহমদ, আতম মিসবাহ, আবুল মনসুর শওকত, আব্দুল ওয়াদুদ, যুগ্ম সম্পাদক নূর হোসেন, নাসিম উদ্দিন লালা, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মো.রায়হান উদ্দিন, জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
প্রতীকী অনশনে বক্তারা বলেন দ্রুত যদি তেল, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি সরকার নিয়ন্ত্রণে না আনতে পারে তাহলে আমরা কঠোর আন্দোলন কর্মসূচির ঘেষণা করব।