সুনামগঞ্জের দোয়ারাবাজারে বীর মুক্তিযোদ্ধা আছদ্দর আলীর (৮০) এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয় সম্পাদক শামীম আহমেদ চৌধুরী,দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ফরিদ আহমেদ তারেক,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শামীমুল ইসলাম শামীম, উপজেলা আওয়ামী লীগের সদস্য শফিকুল ইসলাম আর্মি, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সভাপতি তাজুল ইসলাম,সাধারণ সম্পাদক এনামুল কবির মুন্নাসহ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।
সোমবার (১৮ এপ্রিল) ২ টায় দোয়ারাবাজার উপজেলার মান্নারগাওঁ ইউনিয়নের বদরপুর গ্রামের পূর্ব মাঠ প্রাঙ্গনে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় সামাজিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় পুলিশের একটি দল
বীর মুক্তিযোদ্ধা আছদ্দর আলীকে গার্ড অব অনার প্রদান করেন।
জানাজায় উপস্থিত ছিলেন- দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী,সহকারী কমিশনার (ভূমি)ফয়সাল আহমেদ,দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)দেবদুলাল ধর,দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ফরিদ আহমেদ তারেক,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সফর আলী,মান্নারগাওঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইজ্জত আলীসহ হাজার হাজার মানুষ নামাজের জানাজায় অংশ নেন।
উল্লেখ্য মরহুম আছদ্দর আলী(৮০) উপজেলা মান্নারগাওঁ ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ছিলেন। রোববার (১৭ এপ্রিল) রাত ১০.৩০ ঘটিকায় ওঁর নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও পাঁচ মেয়ে ও পাঁচ ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন