সুনামগঞ্জের দোয়ারাবাজারে উৎসবমূখর পরিবেশে বাঙালী সংস্কৃতির ধারক ও বাহক পহেলা বৈশাখ বাংলা নববর্ষ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) উপজেলা প্রশাসনের আয়োজনে দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচির মধ্যে সকাল এগারোটায় মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ এর নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
বর্ষবরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর উপজেলা শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা,উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম,দোয়ারাবাজার মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক,
উপজেলার বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তা-কর্মচারি, বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপন করা হয় ।