বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার প্রবেশ পত্র আনতে বিদ্যালয়ে যাওয়ার পথে বুধবার সকালে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার গোজাউড়া হাওড়ে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবিতে এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীর ও পঞ্চম শ্রেণীর এক ছাত্রের মৃত্যু হয়েছে।
নিহত ছাত্রীর নাম তামান্না আক্তার (১৫) সে স্থানীয় সমুজ আলী স্কুল এন্ড কলেজের ছাত্রী,সৌরভ হাসান (১১)টিলাগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র তারা আপন ভাই বোন উভয়ই উপজেলার সুরমা ইউনিয়নের রাজনগর গ্রামের ময়না মিয়ার ছেলে,মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ০৯নং সুরমা ইউনিয়নের রাজনগর গ্রাম থেকে ছাত্রছাত্রীদের নিয়ে তাদের চাচাত ভাই সাইফুল ইসলাম নৌকার মাঝি হিসাবে চালিয়ে তিনজন স্কুল ছাত্র ছাত্রীসহ চাচা আমিনুল হক (৩৮) ডিঙ্গী নৌকা দিয়ে সমুজ আলী স্কুল এন্ড কলেজ ও টিলাগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার পথে গোজাউড়া হাওড়ে ঝড়ের কবলে পরে নৌকা ডুবে যায়।
তামান্না ও রুমিনা এসএসসি পরিক্ষার প্রবেশ পত্র আনতে সমুজ আলী স্কুলে যাচ্ছিল। বাড়ি হতে অনুমান ৩০০ গজ উত্তরে যাওয়ার পরেই ঝড়ের কবলে পরে নৌকা ডুবে যায় ।তাৎক্ষনিক স্থানীয় লোক জন সংবাদ পাইয়া ঘটনাস্থলে গিয়ে ৩ জনকে উদ্ধার করেন তার মধ্যে ৫ম শ্রেণীর সৌরভ হাসানের অবস্থা আশংকাজনক হওয়ায় দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষনা করেন।
অনেক খোজাখুজির পরে তামান্না আক্তারের মৃতদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। সাইফুল (১৫) রুমি আক্তার (১৬) এসএসসি পরিক্ষার্থী নৌকায় ছিল। তার সাতরিয়ে তীরে উঠতে সক্ষম হয়েছে।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর সত্যতা নিশ্চিত করে জানান ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।