সুনামগঞ্জের দোয়ারাবাজারে পবিত্র রমজান ও বদর দিবস উপলক্ষে তাহেরা’স ফেয়ার ফাউন্ডেশন (ইউকে) অর্থায়নে দ্বিতীয় কুরআন তেলাওয়াত প্রতিযোগীতার আয়োজন করেছে খাইরগাঁও লতিফিয়া কিশোর ও যুব সমাজ কল্যাণ সংস্থা নরসিংপুর।
মঙ্গলবার (১৯ এপ্রিল) দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউ/পি খাইরগাঁও গ্রামে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় । ইউনিয়নের ১১ টি দারুল কেরাত্ব (কোরআন) প্রশিক্ষণ কেন্দ্রের ৩৩ জন শিক্ষার্থীর অংশগ্রহন করেন।
খাইরগাঁও লতিফিয়া কিশোর ও যুব সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মানিক আহমদ (বিপি) সভাপতিত্বে ও উপদেষ্টা মাওলানা জুয়েল আমিনের পরিচালনায়, তাহেরা’স ফেয়ার ফাউন্ডেশনের বাংলাদেশ প্রতিনিধি ছাদিকুর রহমান মানিকের উপস্থিতিতে কুরআন তেলাওয়াত প্রতিযোগীতায় বিচারক মণ্ডলীর দায়িত্ব পালন করেন, নরসিংপুর আদর্শ দাখিল মাদ্রাসার শিক্ষক হেলাল আহমদ সিরাজী।
দ্বীনেরটুক আলিম মাদ্রাসার শিক্ষক মাও,আব্দুল করিম, সংগঠনের উপদেষ্টা জুয়েল আমিন।
এসময়, নরসিংপুর আদর্শ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ছাদিকুর রহমান,দ্বীনেরটুক-দারুল কোরআন আলিম মাদ্রাসার শিক্ষক মাও. আব্দুল করীম,দারুল কেরাত্ব মজিদিয়া ফুলতলী ট্রাস্ট খাইরগাঁও শাখার প্রধান ক্বারী ফারুক আহমদ,মন্তাজ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল খালিক, বিরেন্দ্রনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নুরুল ইসলাম হাফেজ রজব আলীসহ খাইরগাঁও লতিফিয়া কিশোর ও যুব সমাজ কল্যান সংস্থার সদস্য প্রমুখ উপস্থিত ছিলেন।