সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সদরে শিশু পার্কের সরকারি ভূমিতে রাতের আঁধারে কু-চক্রী মহল অবৈধ ভাবে স্থাপনা তৈরী করলে খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ফয়সাল আহমেদ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন
বুধবার (১৩ এপ্রিল) সকালে দোয়ারাবাজার উপজেলা প্রশাসন ও সহকারী কমিশনার ভূমি ফয়সাল আহমেদ এর নেতৃত্বে দোয়ারাবাজার শিশু পার্কের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান রমজানের রোজার মাসে কে বা কাহারা সেহেরীর পরে বা আগেই টিন ও বাঁশের বেড়া দিয়ে ঘরের মতো স্থাপনা তৈরী করে।
দোয়ারাবাজারের শিশু পার্কের সরকারি ভূমি অবৈধ পন্থায় রাতের আঁধারে দখল নেওয়ার জন্য স্থাপনা তৈরী করে। সকালে অবৈধ স্থাপনার তৈরির সংবাদ পেয়ে উপজেলা প্রশাসন ও সহকারী কমিশনার (ভূমি) নেতৃত্বে অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়।
এব্যাপারে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ জানান গত ভোর রাতে কেবা কাহারা দোয়ারাবাজার শিশু পার্কের ভেতরে অবৈধ ভাবে বাঁশ টিন দিয়ে একটা ঘর নির্মাণ করে। সকালে থানা পুলিশ নিয়ে অবৈধ ঘর ভেঙে ফেলা হয়েছে।