প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা পরিস্থিতির মধ্যেও দেশের উন্নয়ন অব্যাহত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেকের সভায় যোগ দিয়ে একথা বলেন তিনি। সভায় অনুমোদন দেয়া হয়েছে ১০টি প্রকল্পের। এগুলো বাস্তবায়নে ব্যয় হবে ৯ হাজার ৪৬০ কোটি টাকা।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেকের চলতি অর্থবছরের ২৪তম সভা আয়োজন করা হয় ভিডিও কনফারেন্সে। এতে গণভবন থেকে যুক্ত হন একনেক সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, করোনার মধ্যেও দেশের উন্নয়ন অব্যাহত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে চলার ওপরও গুরুত্ব দেন তিনি।
একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী জানান, সভায় অনুমোদন দেয়া হয়েছে ১০টি প্রকল্পের। এগুলো বাস্তবায়নে ব্যয় হবে ৯ হাজার ৪৬০ কোটি টাকা। সব প্রকল্পই বাস্তবায়ন হবে সরকারি অর্থায়নে।
অনুমোদন পাওয়া প্রকল্পের মধ্যে রয়েছে পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প, জামালপুর জেলার কারাগার পুনর্নির্মাণ, জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি।