দেশীয় অস্ত্রসহ ৫ জনকে আটক করা হয়েছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে। ডিবি পুলিশ এবং ঈশ্বরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার হয় আসামিরা।
গ্রেপ্তারকৃতরা হলেন, বাচ্চু মিয়ার ছেলে মো. ফেরদৌস, মজিদ মিয়ার ছেলে মো. আনন্দ, আব্দুল মান্নানের ছেলে মো. আমিনুল ইসলাম, লিটন মিয়ার ছেলে মো. নাইম মিয়া এবং জয়নাল আবেদীনের আলমগীর। আসামি আনন্দের বাড়ি রাজিবপুর ইউনিয়নের উজানচর গ্রামে,বাকিদের সবার বাড়ি উচাখিলা ইউনিয়নে। গত ০১ জুন ২৩ তারিখে মগটুলা ইউনিয়নের মো. রিয়াদ মিয়ার(১৯) অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
অভিযোগে উল্লেখ করা হয়,০১ জুন ২৩ তারিখ দুপুর অনুমান ১২.৩০ ঘটিকায় উচাখিলা ইউনিয়নের মীর বাড়ি সংলগ্ন রাস্তা দিয়ে যাওয়ার সময় তাঁর পথরোধ করে প্রায় ৩০ কিশোর। এসময় তাঁরা দেশীয় অস্ত্রে সজ্জিত ছিল। এলাকায় তখন আতংকের সৃষ্টি হয়। তখন ভয়ভীতি দেখিয়ে এবং মারপিট করে মোবাইল ফোন এবং টাকা ছিনিয়ে নেয় কিশোর গ্যাংয়ের সদস্যরা। অভিযোগ পেয়ে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ এবং ডিবি পুলিশের একটি দল ঘটনার রাতেই অভিযান চালায়। তারপর দিন ০২ জুন ২৩ তারিখ অভিযান করে আসামিদের আটক করে। এসময় আসামিদের কাছ থেকে চাকু, দা, মোবাইল ফোন, লোহার রড উদ্ধার করা হয়।
উল্লেখ্য, আটককৃত ৫আসামির মধ্যে ৩জনের বিরুদ্ধে পূর্বেও থানায় হয়েছে।
এ প্রসঙ্গে ঈশ্বরগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ মোস্তাসিনুর রহমান বলেন-‘জেলা পুলিশ সুপারের নির্দেশে গৌরিপুর সার্কেল অফিসার সুমন মিয়ার নেতৃত্বে সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষায় বখে যাওয়া কিছু কিশোরকে আটক করা হয়েছে। এরা কিশোর গ্যাংয়ের সদস্য। সমাজের শৃঙ্খলা রক্ষায় বাকি কিশোর গ্যাংদের কঠোর হস্তে দমন করা হবে।