ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার ড্রাগ এন্ড কেমিস্ট সমিতির সাধারণ সম্পাদক মোঃইকবাল বাহার মুন্সীর ৩১তম জম্নদিন পালিত। জানা গেছে সাধারণ সম্পাদক সাহেব ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চর মানিকা ইউনিয়ন ৬নংওয়ার্ডে ১৯৯১সালের ১৫এপ্রিল দক্ষিণ আইচার ঐতিহ্যবাহী মুন্সী পরিবারে জম্নগ্রহন করেন।তিনি দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক জীবন শেষ করে, চর আইচা মাধ্যমিক বিদ্যালয় থেকে এস এস সি পাশ করেন, তার পর তিনি চরফ্যাশন সরকারি কলেজ থেকে এইচ এস সি, ও বিএ পাশ করেন, তিনি সেই ছাএ জীবন থেকেই সখিন ভাবে চলাফেরা করা পছন্দ করেন।পর উপকারী একজন মানুষ, তার জম্নদিনে সকল শুভাকাঙ্ক্ষী দের কাছে দোয়া চেয়েছেন তার প্রাথমিক জীবনের কাছের বন্ধু মোঃশহিদুল ইসলাম জামাল মীর, জম্নদিন উপলক্ষে সকল দেশ বাসিকে শুভেচ্ছা জানিয়ে সকলের কাছে দোয়া কামনা করেছেন তিনি।