ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীর রামপুর উজানপাড়া গ্রাম থেকে মাদক ব্যবসায়ী ও গাঁজা চাষী আব্দুল মতিন মন্ডলকে মঙ্গলবার বিকেলে গ্রেফতার করেছে ত্রিশাল থানা পুলিশ।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ত্রিশাল থানা পুলিশ। অভিযানে আব্দুল মতিন মন্ডলের চাষকৃত জমিতে গোপনে চাষ করা ৭৫টি গাজা গাছ উদ্ধার করে। উদ্ধারকৃত গাজার ওজন প্রায় ১১.৫০ (সাড়ে এগার) কেজি। ত্রিশাল থানার এস আই মোহাম্মদ আমিনুল হকের নেতৃত্বে এসআই শফিকুল ইসলাম সহ একটি দল অভিযান পরিচালনা করে।
ত্রিশাল থানার এসআই মোহাম্মদ আমিনুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান করে গাঁজা চাষীসহ ৭৫টি গাজার গাছ উদ্ধার করা হয়েছে।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, “মাদকের বিরুদ্ধে ত্রিশাল থানা পুলিশ জিরো টলারেন্স অনুসরণ করছে। আব্দুল মতিন মন্ডলের বিরুদ্ধে নিয়মিত মামলা নেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।