নানা কর্মসূচির মধ্য দিয়ে ময়মনসিংহের ত্রিশালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকালে নজরুল ডাক বাংলোয় বাংলাদেশ আওয়ামী মৎসজীবী লীগ ত্রিশাল থানা শাখার আয়োজনে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব নবী নেওয়াজ সরকার, প্রবীণ আওয়ামীলীগ নেতা ফজলে রাব্বী, ত্রিশাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ, ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহ আল মামুন উজ্জল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও সাবেক ছাত্রনেতা জনাব ফেরদৌস আনাম জীবন, উপজেলা আওয়ামীলীগ নেতা রোকন উদ্দিন খোকন, জাহাঙ্গীর, কামরুল, ফারুক মাস্টার প্রমুখ।
বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ ত্রিশাল উপজেলা শাখার সভাপতি শহিদুল হক সুমনের সভাপতিত্বে ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার সোহেল রানার সঞ্চালনায় এ ছাড়াও উপস্থিত ছিলেন মৎস্যজীবী লীগের যুগ্ম আহবায়ক আতাহার হোসেন জনি, সাব্বির ব্যাপারি, যুন্ম আহবায়ক শেখ রিয়াজুল ইসলাম জনাব ফারক আল আকন্দ (বি.এস-সি) এবং ইউনিয়ন নেতাকর্মীবৃন্দ।