ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশ আওয়ামী নবীন লীগ ত্রিশাল উপজেলা শাখার উদ্যোগে মাস্ক বিতরণ কর্মসূচী পালিত হয়েছে।
রবিবার (৪ জুলাই) বিকেলে ত্রিশাল উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবলীগ নেতা শামীম পারভেজের নির্দেশনায় ও বাংলাদেশ আওয়ামী নবীন লীগ ত্রিশাল উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ হাসান তুহিনের সহযোগীতায় ত্রিশাল পৌর শহরে পথচারিদের মাঝে করোনা কালীন সময়ে মাস্ক বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী নবীন লীগ ত্রিশাল উপজেলা শাখার সভাপতি আসাদুর রহমান তুষার, সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন সাগর মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ হাসান তুহিন, সাংগঠনিক সম্পাদক মুনতাসীর মাহমুদ অনিক, জামান, হাসান, সিয়াম সহ অন্যান্য নেতাকর্মীগণ।