আসন্ন ধানীখোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মামুনুর রশিদ সোহেলের বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ অক্টোবর) বিকেলে ধানীখোলা উচ্চ বিদ্যালয়ের হল রুমে ধানীখোলা ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
ধানীখোলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোর্শেদুল আলম মামুনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ধানীখোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মামুনুর রশিদ সোহেল।
এ সময় বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জালাল উদ্দিন খান, ত্রিশাল উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হামিদুর রাহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মুজাহিদ খান ভোলা, ধানীখোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল, উপজেলা আওয়ামীলীগের সদস্য মাইনুল মতিন নয়ন তালুকদার, ময়মনসিংহ জেলা তাঁতীলীগের সাবেক সহ সভাপতি মাহমুদুর রহমান সুরুজ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ইমাম হোসেন সাজু, ধানীখোলা ইউনিয়ন যুবলীগের আহবায়ক কামরুল ইসলাম, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আঃ সাত্তার, ইউনিয়ন তাঁতীলীগের আহবায়ক শিবির আহমেদ প্রমুখ।