ময়মনসিংহের ত্রিশালে কাজ করার সময় দেওয়াল চাপায় এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
জানা গেছে, শুক্রবার অনুমান বেলা ১১টার সময় ত্রিশাল পৌর শহরের দরিরামপুর বালিপাড়া রোডস্থ এডভোকেট জিয়াউল হক সবুজের বাসার নির্মাণ কাজ করার সময় দেওয়ালের নীচে চাপা পড়ে শ্রমিক নজরুল ইসলাম ওরফে নজু মোল্লা (৪৮) ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। তিনি উপজেলার রামপুর ইউনিয়নের বীররামপুর উজানপাড়া গ্রামের মোল্লা বাড়ীর মৃত মন্তাজ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকে নজু মোল্লা দেওয়ালের পাশে থাকা বালু সরিয়ে অন্যত্র নেওয়ার কাজ করছিল। বালু নেওয়ার এক পর্যায়ে তার উপরে দেওয়াল ধসে পড়ে। আশ পাশে থাকা অন্যরা ধসে পড়া দেওয়ালটি সরিয়ে নজু মোল্লাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
ত্রিশাল থানার ডিউটি অফিসার এসআই বিল্লাল হোসেন জানান, এ ঘটনায় থানা পুলিশকে কেহ অবগত করেনি।