ময়মনসিংহের ত্রিশালে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে সাংবদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ।
শনিবার (২৯ আগস্ট) সকালে “বেশি বেশি মাছ চাষ করি,
বেকারত্ব দুর করি” এ শ্লোগানকে সামনে রেখে উপজেলা মৎস্য অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ বলেন, “জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১” আগামী ৩০আগস্ট হতে ৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী উদযাপন করা হবে। দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়নে জণগণের মাঝে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি ও উদ্বুদ্ধকরণ করার লক্ষে সাপ্তাহটি সফল ভাবে বাস্তবায়ন করা হবে। দেশে প্রাণঘাতি ভাইরাস কোভিড-১৯ এর প্রকোপে মৎস্য সপ্তাহ স্বাস্থ্য বিধি মেনে পালন করা হবে।
এ সময় সম্প্রসারণ কর্মকর্তা শাহরিয়ার রহমান বিল্লাল সহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।