ময়মনসিংহের ত্রিশাল সরকারি নজরুল একাডেমিতে ২০২১ শিক্ষাবর্ষে ভর্তির জন্য লটারীর ড্র অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ জানুয়ারি) অনুষ্ঠিত লটারির ড্র-এর মাধ্যমে ৬ষ্ঠ শ্রেণিতে সাধারণ কোটায় ১১১ জন, মুক্তিযোদ্ধা কোটায় ৫ (পাঁচ) জন, পোষ্য কোটায় ৪ (চার) জন, অপেক্ষমাণ ৩০ (ত্রিশ) জন এবং ৯ম শ্রেণির বিজ্ঞান শাখায় ২ (দুই) জন মুক্তিযোদ্ধা কোটা সহ ৫০ (পঞ্চাশ) জন, অপেক্ষমাণ ৩৫ (পয়ত্রিশ) জন, মানবিক শাখায় ৪ (চার) জন ও ব্যবসায় শিক্ষা শাখায় ৫ (পাঁচ) জনকে নির্বাচন করা হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন সরকারের উপস্থিতিতে লটারি ড্র পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. তরিকুল ইসলাম। এছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুর রওশন সুমেল, উপজেলা একাডেমিক সুপারভাইজার শাহানা আক্তার, ত্রিশাল সরকারি নজরুল একাডেমির প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) একেএম কামরুল হাসান প্রমুখ। লটারি মাধ্যমে নির্বাচিত ফলাফলের তালিকা স্কুলের নিজস্ব ওয়েব সাইটে (www.tgna.edu.bd) পাওয়া যাবে বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ।
৯ম শ্রেণির তালিকা নিম্নরূপ :-
৬ষ্ঠ শ্রেণির তালিকা নিম্নরূপ :-