ত্রিশাল পৌর ছাত্র আন্দোলনের ১১ সদস্য বিশিষ্ট্য আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার দুপুরে ত্রিশাল উপজেলা শাখা ছাত্র আন্দোলনের আহ্বায়ক প্রকৌশলী এন.এম. জিহাদ হোসেন (জিহাদ চৌধুরী ) ও যুগ্ন- আহ্বায়ক প্রকৌশলী সাঈদ কাউসারের স্বাক্ষরে ত্রিশাল পৌর ছাত্র আন্দোলনের ১১ সদস্য বিশিষ্ট্য আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়।
উক্ত কমিটিতে আহ্বায়ক শাহ্ মোঃ ইসমাইল হাসান, যুগ্ম-আহ্বায়ক সাইমা আক্তার সাথী, যুগ্ম-আহ্বায়ক ছফিউল আলম (ইমন), সদস্য সচিব মোঃ মামুন বিনো মুন, সম্মানিত সদস্য জাহিদ আমিন জাহিদ, সম্মানিত সদস্য মোঃ রিপন মন্ডল, সম্মানিত সদস্য- মোঃ ইমরুল কায়েস, সম্মানিত সদস্য- রেদুয়াদুল হোসেন রোকন, সম্মানিত সদস্য মোঃ হৃদয় সরকার, সম্মানিত সদস্য – জান্নাতুল ফেরদোসি, সম্মানিত সদস্য- সাব্বির হোসেন সাইফ।
নবগঠিত আহ্বায়ক কমিটির তালিকা হস্তান্তর করেন ছাত্র আন্দোলন ত্রিশাল উপজেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী এন. এম. জিহাদ হোসেন (জিহাদ চৌধুরী) ও যুগ্ন- আহ্বায়ক প্রকৌশলী সাঈদ কাউসার।
এ সময় উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগ ত্রিশাল উপজেলা শাখার সভাপতি আব্দুল ওয়াহাব সরকার, যুব আন্দোলন ত্রিশাল পৌর শাখার আহ্বায়ক হাফেজ বিল্লাল হোসেন, যুগ্ন – আহ্বায়ক নিক্সন আচার্য অন্তরসহ নব গঠিত কমিটির নেতৃবৃন্দ।