ময়মনসিংহের ত্রিশালকে সার্বিক উন্নয়নের লক্ষ্যে আলোচনা ও ত্রিশাল উন্নয়ন ফোরামের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে ত্রিশাল সরকারি নজরুল কলেজ মিলনায়তনে আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উন্নয়ন ফোরামের সভাপতি ও অতিরিক্ত সচিব (পিআরএল) মো. আতাউর রহমান।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ত্রিশাল উন্নয়ন ফোরাম ত্রিশাল শাখার আহবায়ক অধ্যাপক আব্দুল আওয়াল। সদস্য সচিব মনোচেহের ইকবাল সেলিমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, কৃষিবিদ নিতাই চন্দ্র রায়, ড. মালেক ফরাজী, অধ্যাপক খবিরুজ্জামান, সাংবাদিক এটিএম মনিরুজ্জামান, সাংবাদিক অধ্যাপক আলমগীর কবীর, বেলাল হোসেন, আরিফ হোসেন প্রমুখ। পরে নবগঠিক আহবায়ক কমিটির পরিচয় সভা অনুষ্ঠিত হয়।