ময়মনসিংহের ত্রিশাল উন্নয়ন ফোরামের উদ্যোগে মাস্ক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ আগস্ট) সকালে ত্রিশাল উন্নয়ন ফোরামের আয়োজনে কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় গণসচেতনতা ও সুরক্ষাকল্পে ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় মাস্ক বিতরণ কর্মসূচী উদ্ভোধন করেন ত্রিশাল উন্নয়ন ফোরামের সভাপতি ও অতিরিক্ত সচিব (পিআরএল) মো. আতাউর রহমান।
পরে ত্রিশাল সরকারি নজরুল কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ত্রিশাল উন্নয়ন ফোরামের সভাপতি ও অতিরিক্ত সচিব (পিআরএল) মো. আতাউর রহমান। ত্রিশাল উন্নয়ন ফোরামের সদস্য সচিব মনোচেহের ইকবাল সেলিমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, কৃষিবিদ নিতাই চন্দ্র রায়, অধ্যাপক খবিরুজ্জামান, সাংবাদিক এটিএম মনিরুজ্জামান, সাংবাদিক অধ্যাপক আলমগীর কবীর, বেলাল হোসেন, রকিব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি মিনহাজ উদ্দিন, আরিফ হোসেন প্রমুখ।
এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে টেলিভিশনের সংবাদ পাঠক ও অনুষ্ঠান পরিচালক মহসিনা রহামন।
এ সময় অন্যানে্যর মধ্যে উপস্থিত ছিলেন, অধ্যাপক আব্দুল আউয়াল, ত্রিশাল সরকারি নজরুল কলেজের অধ্যক্ষ ফয়জুর রহমান, ত্রিশাল উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম, আফজাল হোসেন, আলমগীর হোসেন মানিক, আনিসুর রহমান বিপ্লব, এম.এন ইসলাম আরাফাত সহ আরও অনেকে।
আলোচনা অনুষ্ঠান শেষে ত্রিশাল উন্নয়ন ফোরামের ১৯ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। এত আহবায়ক অধ্যাপক আব্দুল আউয়াল, যুগ্ম আহবায়ক ফয়েজুর রহমান, অধ্যাপক খবিরুজ্জামান, সম্মানিত সদস্য এটিএম মনিরুজ্জামান সহ অন্যান্য।