ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ৬নং ত্রিশাল ইউনিয়নের নৌকার মনোনিত প্রার্থী জাকির হোসাইন সরকারের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ অক্টোবর) বিকেলে ছলিমপুর মধ্যপাড়া এলাকায় স্থানীয়দের আয়োজনে উক্ত সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের জাতীয় সংসদ সদস্য হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী।
সংবর্ধনা অনুষ্ঠানে ইউনিয়ন আওয়মীলীগ নেতা ও সাবেক মেম্বার জামাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এএনএম শোভা মিয়া আকন্দ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম মন্ডল, জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহ আল মামুন উজ্জল, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কিবরিয়া মাস্টার, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ পলাশ, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল কাদের চান মিয়া, আব্দুল জলিল মাষ্টার, উমর ফারুক, আব্দুর রশিদ, হাসিমুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালণা করেন ইঞ্জিনিয়ার আবুু সাঈদ।