ময়মনসিংহের ত্রিশালে ইঞ্জিনিয়ার আল আমিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধনকারীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে।
রবিবার (৬ অগস্ট) বিকালে উপজেলার বগারবাজার চৌরাস্তা এলাকায় প্রায় সহস্রাধিক বিক্ষোভকারী ঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে রাখে। এতে দু’পাশেই তীব্র যানজটের সৃষ্টি হয়। এসময় কয়েক কিলোমিটার পর্যন্ত সড়কে যানচলাচল স্থবির হয়ে পড়ে। এতে মহাসড়কে চলাচলকারীরা তীব্র ভোগান্তিতে পড়ে। পরে ত্রিশাল থানা পুলিশ এসে অবরোধকারীদের সরিয়ে দেয়।
এলাকাবাসী সূত্রে জানাযায়, ত্রিশাল উপজেলার মোক্ষপুর ইউনিয়নের সেনের চকপাড়া গ্রামের সিহাব মিয়ার ছেলে ইঞ্জিনিয়ার আল আমিন ১৯জুন তার নিজ পুকুর পাড়ে পেঁপে গাছের চারা লাগাতে গেলে পাশের বাড়ীর সন্ত্রাসী রশিদের লোকেরা বাধা দেয়। এক পযার্য়ে তাদের মাঝে বাক বিতন্ডার সৃষ্টি হয়। পরে সন্ত্রাসী রশিদ আল আমিনকে দা দিয়ে মাথায় কুপ দিলে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্বার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ৩৯দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার পর ইঞ্জিনিয়ার আল আমিন বৃহস্পতিবার মৃত্যুবরন করেন। এ ঘটনায় নিহতের চাচা হাফিজুল ইসলাম বাদী হয়ে ত্রিশাল থানায় মামলা করেন।
আল আমিনের মা কেঁদে কেঁদে বলেন, আমার একমাত্র ছেলেকে রশিদ ডাকাত খুন করেছে আমি তার ফাঁসি চাই।