উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তারুজ্জামানের সভাপতিত্বে উপজেলা প্রকৌশলী মনিরুজ্জামানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মনিরুজ্জামান।
এসময় সাংসদ বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। দেশের বড় বড় মেগাপ্রকল্পের পাশাপাশি গ্রামীন অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব প্রদান করেছেন। এক শ্রেনীর ঠিকাদার কার্যাদেশ পাওয়ার পর নানা টাল বাহানায় কাজ আটকে রেখে সরকারের উন্নয়নে বাধা গ্রস্থা করছে। এসব বরদাসত করা হবেনা। যারা যারা কার্যাদেশ পাওয়ার পর নির্ধারিত সময়ে কাজ বাস্তবায়নে ব্যার্থ হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থাা নেয়ার জন্য প্রকৌশল দপ্তরকে আহবান জানান। ত্রিশালে চলমান রাস্তা, ব্রিজ, কালভার্ট, স্কুল কলেজের সকল কাজ নির্ধারিত সময়ের মধ্যে সমাপ্ত করার জন্য ঠিকাদারদের নির্দেশ দেন।
উল্লেখ্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, স্থাানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অধীনে প্রায় দেড়শত কোটি টাকার কাজ চলমান। এরমধ্যে প্রায় ৫০ কোটি টাকার কাজে ঠিকাদারীর গাফিলতির কারনে বছরের পর বছর পরে থাকলেও কাজ বাস্তবায়ন স্থাবির হয়ে আছে।