ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী আবু জাফর শাহীদ মৃধার নেতৃত্বে পালন করা হয়েছে।
সোমবার বিকেলে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আবু জাফর শাহীদ মৃধার নেতৃত্বে দরিরামপুর ফিসারী রোড থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে ত্রিশাল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ত্রিশার সরকারি নজরুল কলেজে শেষ হয়। এর আগে কেক কেঁটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন নেতা কর্মীরা।
ছাত্রনেতা আবু জাফর শাহীদ মৃধা বলেন, বাংলাদেশ ছাত্রলীগ মানে বাঙালির আদর্শ, ছাত্রলীগ মানে তারুণ্যের হৃদয়ে গর্বিত এক ঐতিহাসিক জয়গান। বুকের মধ্যে থাকা এক অফুরন্ত ভালবাসার নাম বাংলাদেশ ছাত্রলীগ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রনেতা মানিক, রাব্বী, হাসিব, শিপন, সুলাইমান, ফরহাদ, রোমান, নিলয়, পারভেজ, মামুন, শাকিল, রাজন, সায়েম, নাহিদ, মাহাদী, কাউসার, মোশাররফ, আব্দুল কাদির, আয়েশ চৌধুরী হৃদয়, সুমন, রাসেল প্রমুখ।