ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার দরিরামপুর ৭নং ওয়ার্ডে অবস্থিত মোটরসাইকেল সার্ভিসিং এর নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান রেইস পয়েন্ট অটোমোবাইল’স এর ৩ বৎসর পূর্তিতে এর প্রতিষ্ঠাতা জান্নাতুন নাঈম এর আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও লটারি অনুষ্ঠিত।
শুক্রবার ১৭ই ফেব্রুয়ারী বিকালে রেইস পয়েন্ট অটোমোবাইল’স এর শো-রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ত্রিশাল উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সুমন, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর খালেদ মাহমুদ সুমন,ত্রিশাল থানার সাব-ইন্সপেক্ট মাহমুদুল হাসান, এস.আই শহিদুল ইসলাম, এসিআই গ্রুপের সার্ভিস ইঞ্জিনিয়ার শিহাব উদ্দিন সহ উপজেলা শতাধিক মোটরসাইকেল চালক।
আলোচনা সভা শেষে লটারির মাধ্যমে উপস্থিত সকলের মধ্য থেকে ১০জন পুরষ্কার প্রদান করা হয়।
আলোচনা ও পুরষ্কার বিতরণ শেষে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ আসাদুল ইসলাম মিন্টু।