ময়মনসিংহের ত্রিশালের কাশিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধা পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান রোববার বিদ্যালয় প্রঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা লেডিস ক্লাবের সভাপতি তামান্না বিনতে খায়রুল।
এসময় আরো উপস্থিত ছিলেন, আমিরাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান, ইউআরসি ইন্সট্রাক্টর মাকসুদা আখতার বানু, সহকারী উপজেলা শিক্ষা অফিসার ফাতেমা হক।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কাশিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক এটিএম শিহাব উদ্দিন।