ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) ও কৃষি প্রযুক্তি কেন্দ্রের যৌথ উদ্যোগে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী ত্রিশাল পৌরসভার ২নং ওয়ার্ডের হিন্দুপল্লীতে আম চাষের উপর এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. তাজমল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি প্রযুক্তি কেন্দ্রের পরিচালক কৃষিবিদ নিতাই চন্দ্র রায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দরিরামপুর নজরুল একাডেমির সাবেক প্রধান শিক্ষক মোতাজিদ বিল্লাহ (বাদশা), ত্রিশাল সরকারি নজরুল কলেজের সাবেক অধ্যাপক মোঃ আঃ আউয়াল, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি এটিএম মনিরুজ্জামান, বাবু রাধা রমন মোদক ও আল আফরোজ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ সোলায়মান ও সাবেক সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আঃ আউয়াল।
এ সময় আম চাষিদের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ সাইদুর রহমান সরকার, মোঃ এহসানুল হক ও মোঃ হারুনূর রশিদ।
প্রশিক্ষণ কর্মশালায় উন্নত পদ্ধতিতে আম চাষ, আমের পুষ্টি ও ভেষজ গুণ, আমের কলম তৈরির পদ্ধতি, টপ ওয়ার্কিং, সার প্রয়োগ, সেচ প্রদান, পোকা ও রোগ দমন, জৈব পদ্ধতিতে আমের পোকা-মাকড় দমনসহ বিভিন্ন বিষয়ে হাতে-নাতে প্রশিক্ষণ প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ তাজমুুল হক।
সভাপতির ভাষণে কৃষিবিদ নিতাই চন্দ্র রায় বলেন, গত ১০ বছরে দেশে আম উৎপাদনে এক নীরব বিপ্লব সাধিত হয়েছে, পুষ্টি নিরাপত্তার স্বার্থে এ বিপ্লবকে আরও এগিয়ে নিতে হবে।