ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় তামাক নিয়ন্ত্রণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ গাইড লাইন বাস্তবায়নে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কর্মকর্তা নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১জুলাই) দুপুর ১টার দিকে ত্রিশাল সাস্থ্য কমপ্লেক্সে হলরুমে জাতীয় যক্ষ্ম নিরোধ সমিতি (নাটাব) এর আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা নজরুল ইসলাম, ত্রিশাল উপজেলা যক্ষা নিরোধ কমিটির সভাপতি ফকরুরুদ্দীন আহমেদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, যক্ষা নিরোধ সমিতির প্রকল্প ম্যানেজার ফিরোজ আহমেদ, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মেডিকেল অফিসার ডাঃ মুহাম্মদ মনোয়র সাদাত, মেডিকেল অফিসার ডাক্তার রাশেদ আহমেদ, উপজেলা সেনেটারী ইন্সপেক্টর আবু বকর সিদ্দিক,তামাক নিরোধ সমিতির ফিল্ড অফিসার রবিউল ইসলাম, ত্রিশাল ফায়ার সার্বিস এর প্রতিনিধি সহ মিডিয়ার ব্যক্তিবর্গ।