ময়মনসিংহের ত্রিশালে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা তথ্য অফিস কর্তৃক মহিলা সমাবেশ হয়েছে।
বুধবার সকালে ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নের দক্ষিণ ভাটিপাড়া গ্রামের দীপচর এলাকায় সমাবেশটি হয়। এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলার তথ্য অফিসার শেখ মো. শহীদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতি ছিলেন সাংবাদিক এটিএম মনিরুজ্জামান। এসময় বিশেষ অতিথি ছিলেন ত্রিশাল উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভ্যাটেরিনারি সার্জন ডা. তানজিলা ফেরদৌসী লিমা, ত্রিশাল পৌরসভার ১নং ওয়ার্ড কমিশনার উসমান গণি কুসুম প্রমূখ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ, গুজব, সাম্প্রদায়িকতা, বাল্যবিবাহ, যৌতুক ও ইভটিজিং প্রতিরোধ, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, নারীর ক্ষমতায়ন প্রভৃতি বিষয়ে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়।
এছাড়াও অনুষ্ঠানে সরকারের উন্নয়ন, নারী জাগরণ, প্রভৃতি বিষয়ে বিষয়ভিত্তিক সঙ্গীত পরিবেশন করেন জেলা তথ্য অফিস ময়মনসিংহের শিল্পীবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালন করেন সহকারী তথ্য অফিসার মোঃ রোকনুজ্জামান।