‘পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন-স্মার্ট বাংলাদেশ গঠন’ শ্লোগান কে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে পালিত হয়েছে জাতীয় পরিসংখ্যান দিবস।
জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের যৌথ আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা শুরু হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আক্তারুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোহাম্মদ মুশফিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুর রওশন সুমেল, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান প্রমূখ।