স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ও তথ্য প্রযুক্তির জ্ঞান বিকাশের লক্ষ্যে ত্রিশাল উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৭ হাজার শিক্ষার্থীদের অংশগ্রহণে কম্পিউটার ও আইটি অলিম্পিক-২০২৩ আইসিটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টায় ৯ টি কেন্দ্রে একযোগে পাওয়ার আইটি অর্গানাইজেশন আয়োজিত কম্পিউটার ও আইটি অলিম্পিক-২০২৩ আইসিটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বিএফইউজের যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারন সম্পাদক অমিত রায়, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আক্তারুজ্জামান, ময়মনসিংহ কর্মাস কলেজের প্রিন্সিপাল মোঃ এখলাস উদ্দিন, এমইউজের সাধারন সম্পাদক মীর গোলাম মোস্তফা, উপজেলা সহকারী কমিশনার ভুমি হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি শরিফুজ্জামান টিটু, পাওয়ার আইটি অর্গানাইজেশনের চেয়ারম্যান খোরশিদুল আলম মজিব, সময়টিভির ময়মনসিংহ ব্যুরো প্রধান সাদিকুর রহমান প্রমূখ।
পাওয়ার আইটি অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক ও পরীক্ষা নিয়ন্ত্রক হুমায়ুন কবীর হিমাদ্রী বলেন, বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ও তথ্য প্রযুক্তির জ্ঞান বিকাশের লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তি সম্পর্কে ধারনা দিতে সেচ্ছাসেবী সংগঠন হিসেবে আমাদের এ আয়োজন।