ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বিভিন্ন স্কুল থেকে ১৯৯৩ সালে এস.এস.সি পাশ করা ব্যাচ এর ৩০ বছর প‚র্তি উপলক্ষে মতবিনিময় সভা ও কেক কাটা হয়েছে।
শুক্রবার (০৩ ফেব্রæয়ারি) বিকেলে ঐতিহ্যবাহী ত্রিশাল সরকারি নজরুল একাডেমি সভা কক্ষে নানা আয়োজনের মধ্যদিয়ে এ অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে নজরুল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৯৩ সালে পাশ করা গুলশান আরা বনানী ও ৯৩ ব্যাচ গ্রæপ অ্যাডমিন আতিকুল ইসলাম, সরকারি নজরুল একাডেমীর ছাত্র কৃষিবিদ রোকন উদ্দিন রতনের এর উদ্যোগে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, নজরুল একাডেমীর ছাত্র জিয়াউল হক সবুজ, দুখুমিয়া বিদ্যা নিকেতনের ছাত্র লূৎফুর রহমান, এছাড়াও ত্রিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র তারিকুজ্জামান তারিক, মাহবুবুল আলম, ফকরুদ্দীন আহমেদ, আমিনুল হক,মজিবুর রহমান, রিপন তালুকদার, তাসলিমা রত্না, রোজী ও শিপুসহ ৯৩ ব্যাচ এর ৬০ জন উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করে সবার সাথে পরিচিতি ও নানা সিদ্ধান্ত আলোচনা শেষ করে কেক কাটা করা হয় এবং আগামী দিন গুলোতে আরোা ব্যাপক উপস্থিতির মধ্যদিয়ে ঈদ পূণর্মিলনী করার উদ্যোগ নেওয়া হয়েছে।