ময়মনসিংহের ত্রিশালে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা ময়মনসিংহ মাহসড়কের দু’পাশের ফুটপাতে গড়ে উঠা অবৈধ দোকান পাট সহ বিভিন্ন সাইন বোর্ড সরাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় ত্রিশাল সরকারি নজরুল কলেজ মার্কেটের সামনে বসা অবৈধ দোকান পাট উচ্ছেদ, মহাসড়কের বিভিন্ন স্থানে স্ব-স্ব দোকানে সামনে মাটি ও বালু ফেলে ভরাট করা অংশ উচ্ছেদ অভিযানে মাটি সরিয়ে দখলমুক্ত করা হয়। সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলামের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ত্রিশাল থানা পুলিশের সহযোগিতা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এলাকার ফুটপাত দখলমুক্ত করতে মাইকিং করা হয়েছে। তারপরও কিছু দোকানি মহাসড়কের ফুটপাত থেকে পণ্য সরিয়ে নেননি। বেশির ভাগ হকার ফুটপাত না ছাড়ার কারণে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। জনগণের হাঁটার স্থান ফুটপাতে অবৈধভাবে দখলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এটি নিয়মিত অভিযানের অংশ। ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।