শিরোনাম
ত্রিশালে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা ত্রিশাল পৌরসভার মেয়র পদে আমিন সরকারের বিজয় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামি সোহেল গ্রেফতার ময়মনসিংহে ২ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার জাককানইবি সাংবাদিক সমিতির সভাপতি ফাহাদ, সম্পাদক আসলাম জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি আজ সন্ধ্যা ৭টায় সিইসির ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আফ্রিকার প্রাণী নীলগাই, জেব্রা ও কমনইল্যান্ড পরিবারে যুক্ত হলো পাঁচ নতুন ত্রিশালের সাখুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিফাত ও সম্পাদক রিজন জয়পুরহাটের কালাইয়ে বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

ত্রিশালের বাগান ইসলামীয়া আলিম মাদ্রাসায় জোর পূর্বক ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে

  • আপডেট রবিবার, ১২ জুলাই, ২০২০
  • ৩৫০ দেখেছে

ময়মনসিংহ ত্রিশালের বাগান ইসলামীয়া আলিম মাদ্রাসায় নূরজাহান আক্তারের বিরুদ্ধে জোর পূর্বক ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালনের অভিযোগ পাওয়া গেছে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও জেলা প্রশাসক ময়মনসিংহ কার্যালয়ের শিক্ষা ও আইসিটি শাখার স্মারক নির্দেশনা মোতাবেক মাদ্রাসা পরিচালনায় যে অব্যবস্থাপনা সৃষ্টি হয়েছে তার জন্য প্রভাষক নূরজাহান আক্তারকে বিধি বহির্ভূতভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করাকে ইতিমধ্যে চিহ্নত করা হয়। প্রতিষ্ঠানের আয়ের ফান্ড তছরুপ সহ শিক্ষকদের বেতন ভাতা আটকে দেওয়া, প্রাপ্ত বেতন ভাতা হতে উৎকোচ হিসাবে আংশিক কেটে নেয়া, ব্লেকমেইল ও ভয়ভীতি প্রদর্শন করে সাদা কাগজে স্বাক্ষর নেওয়া সহ অসংখ্য দূর্নীতি অনিয়মের অভিযোগ রয়েছে এই নারী প্রভাষক নূরজাহান আক্তারের বিরুদ্ধে।

নূরজাহান আক্তারের অদৃশ্য শক্তি বলয়ের হাত থেকে প্রতিষ্ঠানকে রক্ষা করতে ও মাদ্রাসা সুষ্ঠ পরিচালনার পরিবেশে ফিরিয়ে আনার লক্ষে উপজেলা নির্বাহী অফিসার ত্রিশাল ময়মনসিংহ ০৬ জুলাই ২০২০ইং ০৫.০৪.৬১৯৪.০১৪.০১.০০২.১৯-৩৬৫ স্মারকে ৩ (তিন) কার্যদিবসের মধ্যে জ্যেষ্ঠ সহকারী অধ্যাপক/প্রভাষকের নিকট ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান ও মাদ্রাসার পাসওয়ার্ড হস্তান্তর করার জন্য একটি নির্দেশনা প্রদান কারেন।

সচেতন মহলের দাবী দূর্নীতি পরায়ন ও কুচক্রী মহলের যোগ সাজসে স্বনামধন্য প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ক্ষুন্ন ও ক্ষতি সাধনের হীনতায় লিপ্ত রয়েছে নূরজাহান আক্তার।

প্রতিষ্ঠান বন্ধ থাকায় এ বিষয়ে অভিযুক্ত প্রভাষক নূরজাহান আক্তারের সঙ্গে মোঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি।

উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের কাছে বিষয়টি জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন উর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানায়।

সংবাদটি শেয়ার করুন

এই সংক্রান্ত আরও খবর

ফেইসবুক পেজ

error: Content is protected !!