অনন্ত পথ হাঁটিতেছি একা একা,
সূর্য্যের পিছু পিছু একান্তই একা।
চৈত্রের খরতাপে, গাছের ছায়ায়,
সমুদ্রের বালিতে, অন্ধকারে, জ্বোসনায়।
ক্লান্ত ক্লান্তিহীন নাবিকের মতো,
চলছি বাধা বিঘ্ন পেরিয়ে, অবিরাম, অনন্ত ।
একাকী নিসঙ্গতায়,
জীবন বিষাদময়, অসহায় ।
বল তুমি কোথায় ?
লুকিয়ে আছ কোন অজানায়।
কবে কোনদিন শিশিরের ছোঁয়ায়,
সমুজ্জ্বল ভোরে ভরিয়ে দেবে আমায়।
লেখক :- কবি সাদিয়া সুলতানা নীলু