বরগুনার তালতলী উপজেলায় স্থানীয় সামাজিক সংগঠন সূর্য শিখা সোশ্যাল অর্গানাইজেশনের উদ্যোগে ২ টাকার ইফতার বিতরণ করা হচ্ছে। সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলার উজ্জ্বল চত্বরে অস্থায়ী স্টল বানিয়ে রোজাদারদের মাঝে এসব ইফতার বিতরণ করা হয়।
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে আনুষ্ঠানিকভাবে তালতলী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সরোয়ার হোসেন স্বপন জোমাদ্দার এই ইফতার বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন।
জানা যায়, সংগঠনটির সদস্য আর শুভাঙ্ক্ষীদের অর্থায়নে প্রতিবছর রমজান উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষদের জন্য দুই টাকার ইফতার বিতরণ করে আসছে এই সংগঠন।
প্রতিদিন প্রায় আড়াইশো থেকে ৩০০ মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হয়। দুই টাকার ইফতারে বুট, মুড়ি, খেজুর, পিয়াজু ও আপেলসহ প্রায় ১০টি আইটেম থাকে।
তালতলী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো.সরোয়ার হোসন স্বপন জোমাদ্দার বলেন,সাধারণ মানুষ ও পথচারীদের মধ্যে মাত্র ২ টাকায় ইফতার বিতরণ করা হচ্ছে। সংগঠনের স্বেচ্ছাসেবী কর্মীরা সকাল থেকেই রোজাদার ব্যক্তিদের জন্য ইফতার তৈরি করেছেন।
সূর্যশিখা সোস্যাল অর্গানাইজেশন সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম অন্তর বলেন,সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসেন, তাহলে আরো বেশি রোজাদারদের জন্য ইফতার তৈরি করতে পারব। আমাদের চেষ্টা আছে পুরো রমজান মাসজুড়ে ইফতার বিতরণ করা করি।